সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জবি ছাত্রীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সাবরিনা আক্তার মিতু (২২) উপজেলার ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে নিহত মিতু সবার বড়। সে ছুটি কাটাতে গত কয়েকদিন আগে ঢাকা থেকে নানার বাড়ী সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুর মোল্লা বাড়ীতে আসে। শনিবার দুপুর ১টার দিকে নানার বাড়ী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নোয়াখালী-কুমিল্লা সড়ক এর রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে কুমিল্লা থেকে দ্রুতগামী একটি ট্রাক মিতুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় নিহতের তাঁর বাড়িতে শোকের মাতম বিরাজ করছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
কেআই/