ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বঙ্গবন্ধুর আদলে আরিফিন শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চরিত্রের উপর নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অংশের দুটি স্থির চিত্র গণমাধ্যমের হাতে এসেছে, যেখানে আরিফিন শুভকে বঙ্গবন্ধুর লুকে দেখা যাচ্ছে।

চলতি বছরের ২১ জানুয়ারি ভারতে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শুরু হয়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি আর চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদী।

২০২২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। আরও আছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দীঘি, তৌকির আহমেদ, রিয়াজ, ফজলুর রহমান বাবু, তুষার খানসহ অনেকেই।

এমএম/এসবি