ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন সিলনকে চাপাতি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মাইনুল ইসলাম সিলন (৩২)। তিনি উপজেলার ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে।

সারদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক কারবারি সিলন ও একই এলাকার লোকিম উদ্দীনের ছেলে সম্রাটের (৩০) মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার দুপুরের পর থেকে কয়েক দফা দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় সিলন প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেআই//