ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কক্সবাজারে গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০১:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন পূর্বলা পাড়ায় গাছে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 

স্থানীয়রা জানান, ভোরে নামাজ পড়তে বের হলে স্থানীয় মুসল্লীরা গাছে ঝুলন্ত অবস্থায় ওই লাশটি দেখতে পান। 

মেম্বার মোঃ ইউনুছ জানিয়েছেন, লোকটি অচেনা। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না। তবে কেউ কেউ বলছেন, লোকটিকে আগে এ এলাকায় দেখা গেছে। 

ওই ব্যক্তির পরিচয় কি, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: মনিরুল গিয়াস জানান, লাশ উদ্ধারের পর ঘটনা তদন্ত করে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/