চালককে শ্বাসরোধে হত্যার পর অটো ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
গাজীপুরের পূরাইল এলাকায় এক অটোচালককে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলে ইছালী ব্রিজের কাছে রাতে ছিনতাইকারীরা রমজান নামে এক অটোরিকশা চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার অটো ছিনাইয়ে নিয়েছে।
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রমজানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সে গাজীপুরের হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
এএইচ/