ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ববি শিক্ষকের সংগঠন ‘স্টেপ্স এ্যাহেড’

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ১০:৪০ এএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিল আফরোজ খানমের সংগঠন ‘স্টেপ্স এ্যাহেড’ ।

সোমবার বিকালে সেন্টার ফর রিসার্স এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক আয়োজিত জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ক্লাইমেট এ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে ‘স্টেপ্স এ্যাহেড’কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্টেপ্স এ্যাহেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাহানা আফরিন দিনা।

প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

এবছর প্রতিযোগিতাটিতে সমগ্র দেশ থেকে ৭শ’র বেশি সংগঠন অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে জুরি বোর্ডের মনোনয়নে পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে ১৫টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’র জুরি বোর্ডে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর মো: আতিউর রহমান, চিত্রনায়িকা জয়া আহসান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা।

পুরস্কার গ্রহণকালে শাহানা আফরিন বলেন ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বাংলাদেশের তরুণদের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে এসে এবং অ্যাওয়ার্ড জিতে আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। আমার টিমের সকল স্বেচ্ছাসেবকদের জন্য পুরস্কারটি উৎসর্গ করলাম।’

‘স্টেপ্স এ্যাহেড’-এর প্রেসিডেন্ট দিল আফরোজ খানম তার অনুভূতি প্রকাশ করে বলেন ‘জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি আমাদের সংগঠনটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে সাহায্য করবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে উপকূলীয় এলাকায় বসবাসকারী নারীদের মাসিককালিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে হাইজিন কিট বিতরণের উদ্দেশ্যে সহকারি অধ্যাপক দিল আফরোজ খানমের নেতৃত্বে পাঁচজন সহপ্রতিষ্ঠাতার হাত ধরে স্টেপ্স যাত্রা শুরু করে। 

বর্তমানে সংগঠনটি মাসিককালিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শীতলপাটিতে নতুনত্ব আনয়ন, বিনামূল্যে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান, বিধবাদের পুর্নবাসন কার্যক্রমসহ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে।

এএইচ/