ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার সম্পাদক বাকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

 সহ-সভাপতি পদে ইসরাত জাহান (ডিবিসি নিউজ), সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক এসএম সামসুর রহমান (আরটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম রাজ (ভোরের আকাশ) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদন্দিতায় তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন) নির্বাচিত হন।

বাগেরহাট প্রেসক্লাবের ৬টি কার্য্যনির্বাহী সদস্য পদে শেখ আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ফকির হাসান আলী (আমাদের অর্থনীতি), এসএস সোহান (আজকের পত্রিকা), আল আমিন খান সুমন (আজকালের খবর) নির্বাচিত হয়েছে। 

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচনে ১৪টি পদে নীহার-বাকী পরিষদ পূর্ণ প্যানেলে ও বাবুল সরদার-মীর জায়েসী আশরাফী জেমস প্যানেল থেকে  মাত্র ৮টি পদসহ সর্বমোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামীন আলী রাতে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন।  

কেআই//