রায়হান হত্যা: পলাতক আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সিলেট প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
মামলায় গ্রেফতার ৬ আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ
সিলেট পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান হত্যা মামলার পলাতক আসামি আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালত এ নির্দেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগার থেকে বরখাস্ত এসআই আকবর হোসেন ভুইয়াসহ ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্ত হওয়া এসআই আকবর, এসআই হাসান, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশীদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।
আইনজীবীরা জানান, মামলার আসামি নোমান পলাতক থাকায় প্রথমে তার মালামাল ক্রোক করার নির্দেশনা দিয়েছিলেন আদালত। এখন তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হলো।
২০২০ সালের ১২ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যা করা হয়।
এএইচ/