তুচ্ছ ঘটনায় ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার নারী পর্যটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১১:২০ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে এসে ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পর্যটক। তুচ্ছ ঘটনায় স্বামী-সন্তানকে জিম্মি করে ৩ যুবক মিলে ধর্ষণ করে ওই নারী পর্যটককে হোটেলে রেখে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। ওই নারীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই পর্যটক দম্পতি ঢাকার যাত্রাবাড়ি থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
র্যাব কমান্ডার মেহেদী হাসান বলেন, গত মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে আসেন ওই নারী পর্যটক। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। সেখান থেকে বিকালে যান সৈকতের লাবনী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে আট মাসের সন্তান ও স্বামীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এবং অন্য আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে ওই তিনজন।
এরপর তাকে নেয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে আরেক দফা তাকে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ করেন ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা, জানান র্যাব কমান্ডার।
মেজর মেহেদী হাসান আরও বলেন, খবর পেয়ে স্বামী-সন্তান ও গৃহবধূকে উদ্ধার করে তদন্ত শুরু করেছি আমরা। এখন পর্যন্ত তিনজনের মধ্যে দুজনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চলছে। ধর্ষণের শিকার নারী পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টম ক্রাইসিস কক্ষে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনা শুনে মাঠে নেমেছে পুলিশের একটি দল। ধর্ষণের শিকার ওই নারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।’
এএইচ/