ঘাটাইলে নির্বাচনী সহিংসতা, আহত ১০
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিংযোগ করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারণায় মিছিল বের করা হয়। লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মিছিল পৌঁছলে নৌকা প্রতিকের প্রার্থী শরীফ হোসেনের সমর্থকরা হামলা চালায়।
এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময়ে চারটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এএইচ/