নিউজিল্যান্ডে ঘাম ঝরাচ্ছে টাইগাররা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে তৃতীয় দিনের মত অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলনে রীতিমত ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের অনুশীলন ভালো হচ্ছে বলে জানালেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
ক্রাইস্টার্চ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া এক ভিডিও বার্তায় ব্যাটিং কোচ বলেন, ‘এখন পর্যন্ত কয়েকটা দিন অনুশীলন করলাম আমরা। বোলাররা নিজেদের ছন্দে ফিরছে, ব্যাটাররাও তাদের কাজ করছে। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলারও আমাদের সঙ্গে যোগ দিয়েছে (নেট বোলার)। তারা ব্যাটারদের সঙ্গে জোরালোভাবে কাজ করেছে।’
প্রিন্স আরও বলেন, ‘আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে, কারণ ইউনিভার্সিটি মাঠের অনুশীলনের উইকেটটা বেশ ভালো। ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিছুটা সিম মুভমেন্ট হচ্ছে, যা আমরা আশা করেছিলাম। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে, আমাদের খেলোয়াড়রা উৎফুল্ল আছে।’
আসন্ন নতুন বছরের প্রথম দিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এখনও আরও কয়েকটা দিন অনুশীলনের সময় আছে টাইগারদের হাতে। এই সময়টা কাজে লাগানোই লক্ষ্য বললেন প্রিন্স।
তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও কিছুদিন সময় আছে। প্রথম টেস্টের আগে তৈরি হতে আমাদের হাতে থাকা এই ৭-৮ দিনে ধীরে ধীরে আমরা উন্নতির আশা করছি। প্রথম টেস্ট শুরুর আগে আমরা ছন্দে ফিরব।’
এনএস//