বিমান বিধ্বস্ত হয়ে কঙ্গোতে নিহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
কঙ্গোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সাউথ কিভু প্রদেশের প্রধান শহর শাবুন্দা থেকে ১৫ কিলোমিটার দূরে কেইশা নামক একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে মোট ৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৩ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, কঙ্গোর পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনার ঘটনা খুই সাধারণ। ২০১৯ সালে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ২৭ জন নিহত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স
এসএ/