ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে কেককেটে স্বাচিপের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে হাসপাতালের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

হাসপাতালের প্রধান ফটকে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ইন্টার্ণ চিকিৎসক ও নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাচিপ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু নাছের, স্বাচিপ জেলা শাখার যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রমুখ।
কেআই//