দেশে নতুন করে শনাক্ত ৩৪২, মৃত্যু ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
দেশে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার। এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক শূন্য দুই শতাংশ। অর্থাৎ টানা দুই মাস পর বাড়ল শনাক্তের হার।
এদিকে, একই সময়ে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত এই নারীর বয়স ৭০ বছরের বেশি এবং তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা। আর এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪ জন।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সে বছরের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
এনএস//