ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

বেনাপোলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

যশোরের বেনাপোলে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বেনাপোল পোর্ট থানার বালুন্ডা মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

খেলাটির আয়োজন করে বালুন্ডা সূর্যোদয় ক্রিকেট একাদশ। বেনাপোল পোর্ট থানা ও শার্শা উপজেলার ৮টি ইউনিয়নের ক্রিকেট দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচে পুটখালী ক্রিকেট একাদশ বনাম বাগআঁচড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। খেলায় বাগআঁচড়া ক্রিকেট একাদশ ১৯ রানে হারিয়ে পুটখালী ক্রিকেট একাদশ বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। 

পুটখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন চন্দ্র, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক ওসমান গনি প্রমুখ। 
কেআই//