ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

গ্রিসে নৌকা উল্টে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

এজিয়ান সাগরের গ্রীকের পারোস দ্বীপের কাছে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এই দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে এয়ারক্রাফট ও নৌযান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 

আফ্রিকা, মধ্য প্রাচ্যসহ বিভিন্ন জায়গা থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীরা যে পথগুলো ব্যবহার করে, গ্রিস তার একটি। যদিও ২০১৫-১৬ সালের পর এই পথে অভিবাসন প্রত্যাশীদের চাপ অনেকটাই কমে এসেছে। 

গ্রিসের আধাসরকারি এথেন্স বার্তা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুক্রবার উল্টে যাওয়া নৌকাটির যাত্রীদের মধ্যে তিন নারী ও এক শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, ৮০ জন অভিবাসনপ্রতাশী নিয়ে নৌকাটি তুরস্ক থেকে ইতালিতে যাচ্ছিল। 

নৌকাটি কেন উল্টে গেল, তা জানা যায়নি। কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাও জানা যায়নি।

এ ধরনের দুর্ঘটনার জন্য মানব পাচারকারীরাই দায়ী বলে মন্তব্য করেছেন গ্রিসের নৌ পরিবহনমন্ত্রী গায়ানিস প্লাকিওতাকিস।
 

সূত্র: রয়টার্স

আরএমএ/এসবি