সিডন্সকেই ব্যাটিং পরামর্শক নিয়োগ দিল বিসিবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
জেমি সিডন্স
অবশেষে গুঞ্জনটাই সত্যি হল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকেই এবার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেটে বাংলাদেশের রাজসিক উত্থানের পিছনে বড় অবদান আছে সাবেক এই প্রধান কোচের। আগের সেই অবদানের কথা ভেবেই সিডন্সকে এবার ব্যাটিং পরামর্শক হিসেবেই বাংলাদেশে আনা হচ্ছে।
তবে এবার আর ৫৭ বছর বয়সী সিডন্সের কাজের ক্ষেত্র সীমাবদ্ধ থাকছে না জাতীয় দলের মধ্যে। প্রয়োজন অনুযায়ী তাঁকে দেশের যে কোনও পর্যায়ের যে কোনও দলের কাজে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং কনসাল্টেন্ট হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় কাজ করবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত সে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করবে।’
পাপন আরও বলেন, ‘আমরা যদি বলি এইচপি, অনূর্ধ্ব-১৯, জাতীয় দল, ছায়া দল- যেখানে বলব, সেখানেই কাজ করবে সে। যদি ১৫-১৬ জন খেলোয়াড় বেছে তাঁর কাছে দেই... খেলা শুরুর পর সিরিজ চলাকালে কোচিংয়ের কোনও সুযোগ থাকে না। যারা দেশে রয়ে গেছে, ওদের কোচিং করানোর লোক নেই। এই গ্যাপটা আমরা দূর করতে চাচ্ছি।’
২০০৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর দেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন যখন বড় হয়েছিল আরও একটু, এমন সময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ হোয়াইটমোর। হোয়াইটমোরের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নামে বিসিবি। শেষপর্যন্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি দ্বারস্থ হয়েছিল আরেক অস্ট্রেলিয়ানেরই। তিনি ছিলেন জেমি সিডন্স, যার ছোঁয়ায় দলে এসেছিল ব্যাপক ইতিবাচক পরিবর্তন।
২০০৭ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
এনএস//