ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

হালিশহরে লোকনাথ বাবার মহোৎসব ৭ জানুয়ারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার | আপডেট: ০৮:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

চট্টগ্রাম বন্দর থানাধীন সুন্দরপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে ত্রীকালদর্শী মহাযোগী, মহাপুরুষ শিব অংশজাত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মহোৎসব আগামি ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। সম্প্রতি, এই উপলক্ষে প্রস্তুতিমুলক এক সভা সভাপতি সমির দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, আগামী ৫ জানুয়ারী বুধবার ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ৬ জানুয়ারী বৃহস্পতিবার গীতাপাঠ, প্রতিমা প্রদর্শন, মহানামযজ্ঞের শুভাধিবাস ও মহাপ্রসাদ বিতরণ এবং ৭ জানুয়ারী শুক্রবার অষ্ট প্রহরব্যাপি মহানামযজ্ঞের আয়োজন করা হবে। 

নির্মল চন্দ্র দাশের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় মহোৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টা বাবু প্রদীপ দাশ, মানিক দাশ, জিতু দাশ, কানাইলাল দাশ, রিংকেল দাশ, রিপন দাশ, রাজু দাশ, সুজন দাশ, মিটু দাশ, আকাশ দাশ, জয় দাশ, বিজয় দাশ, হৃদয় দাশ, রুহিত দাশ, ঋষি দাশ, আদিত্য দাশ, অংকন দাশ।
কেআই//