ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রিলিজ পান। এ খবর নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রোববার সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ের কাজে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। বাসা থেকে তিনি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

গত ১৪ ডিসেম্বর সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

ডা. আতিকুর রহমান গত ১৯ ডিসেম্বর বলেছিলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ। বুকে ব্যথা, কিডনি সমস্যা, ডায়াবেটিস অনেকটাই নরমাল। সিটি স্ক্যান রিপোর্টও ভালো। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমরা মনে করি, এ অবস্থায় উনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।’

এএইচ/