ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

মোরেলগঞ্জে শেখ হেলাল উদ্দিন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ হেলাল উদ্দিন পৌর গোল্ডকাপ টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম।

এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল সনিয়া আকতার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, সাবেক সচিব রনজিৎ কুমার ঘরাই, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেক হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতারসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

এএইচ/