ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

‘মুক্তিযুদ্ধের তথ্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে’     

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, 'স্থানীয়ভাবেও মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। যা সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।'

সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সংগৃহিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্বারক প্রদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

এসময় শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সানু, মুক্তিযোদ্ধা চিরেশ দস্তিদার, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, সিন্দুর খানের মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায়, অশিদ্রোন ইউনিয়নের মুক্তিযোদ্ধা অমেলেন্দু পাল, মুক্তিযোদ্ধা ফটিক মিয়া, মুক্তিযোদ্ধা কুমার নায়েক, মুক্তিযোদ্ধা মলয় দত্ত, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী। এর আগে অতিথিরা মুক্তিযুদ্ধের এই আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, বিগত ১৪ ডিসেম্বর শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে ডিসেম্বর মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাকারিয়া। যা এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক পরিদর্শন করেন।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী জানান, নতুন প্রজন্মের সাথে মুক্তিযুদ্ধের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। এখানে বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন পেক্ষপটের এবং মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধেও স্মৃতিবহন করা ৫শ' আলোকচিত্র রয়েছে। যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
কেআই//