ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

সিরাজগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০৯:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

নিহতের এক আহত স্বজনের আহাজারি

নিহতের এক আহত স্বজনের আহাজারি

সিরাজগঞ্জের চৌহালীতে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জাকির হোসেন চৌহালী উপজেলার কুরকী গ্রামের আব্দুল বারীক মোল্লার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি নিশ্চিত করে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, গেল রোববার হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খাসকাউলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুরকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী আব্দুল হাকিমের সমর্থক ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় টিউবওয়েল প্রতীকের প্রার্থীর চার সমর্থক আহত হন। 

আহতদের উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাঁদের মধ্যে কৃষক জাকির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, মামলার প্রস্তুতি চলছে।

এনএস//