ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বান্দরবানের নিখোঁজ কিশোরী ৬ দিন পর বেনাপোলে উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ৬ দিন পর বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে বেনাপোল বাজার এলাকা থেকে পোর্ট থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড়পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে। আটক সোলাইমান বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অভিভাবকরা লামা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়। 

ওই ছবির সূত্র ধরে দীর্ঘ ৬ দিন পর বেনাপোল বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবককে আটক করা হয়েছে, জানান ওসি।

মামুন খান আরও জানান, বিষয়টি লামা থানায় জানানো হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে। তারা এলে তাদের কাছে উভয়কে হস্তান্তর করা হবে।

এএইচ/