ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পাহাড় ধসের কারণেই খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটক কম

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার

পাহাড় ধসের কারণেই এ বছর ঈদের ছুটিতে খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটক খুবই কম। সবুজ প্রকৃতি, পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখর থাকে এই দুই পার্বত্য জেলা। এবার পর্যটক কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা।
বান্দরবানে রয়েছে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরিসহ অসংখ্য পর্যটন স্পট। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে এসব জায়গা। একমাস আগে থেকে বুকিং দিয়ে না রাখলে হোটেল-মোটেলে কক্ষই মেলে না। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন।
সম্প্রতি পাহাড় ধসকেই পর্যটক কম হওয়ার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।
তবে নিশ্চিন্তে বান্দরবানে বেড়াতে আসার আহ্বান জানালেন বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সেক্রেটারী সিরাজুল ইসলাম।
এদিকে, ঈদের ছুটির এই সময়টাতেও ফাঁকা রয়েছে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলো। আগাম বুকিং বাতিল করায় পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।
অলস সময় কাটছে পর্যটক বহনকারী গাড়ির ড্রাইভাররা।
তবে ভূমি ধসে খাগড়াছড়িতে খুব বেশী ক্ষয়ক্ষতি না হওয়ায় পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি যেতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা।