ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ঘণ কুয়াশা আর হিমেল হাওয়া উত্তরাঞ্চলে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। বিভিন্ন জেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা। 

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। 

এদিকে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। 

উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে বেড়েছে ঘনকুয়াশা ও ঠাণ্ডার দাপট। বিপাকে পড়েছেন তিস্তা ও ধরলা নদীপাড়ের মানুষ। 

ঠাকুরগাঁওয়ে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে জেকে বসেছে তীব্র শীত। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় ঢেকে আছে রংপুর। সেই সাথে রয়েছে হাল্কা বৃষ্টি। 

এএইচ/