পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৮ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার
ঈদের তৃতীয় দিনেও দেশের পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নন্দনপার্ক, মেহেরপুরের মুজিবনগরে, নরসিংদী ও টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আমেজ। এদিকে, বৃষ্টি ও বন্যার কারনে সিলেটের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলে পর্যটক কম থাকলেও ভিড় বেড়েছে শহরের শিশুপার্কগুলোতে।
ঈদের ছুটিতে বিনোদন পিয়াসীরা ভীড় করছেন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ও নন্দন পার্কে। বনের উন্মুক্ত পরিবেশে নানা প্রজাতির পশু ও পাখি দেখে মুগ্ধ হচ্ছেন তারা। নন্দনে উপভোগ বিভিন্ন রাইডস ও ওয়াটার ওয়ার্ল্ডের বিভিন্ন ইভেন্ট।
উপচে পড়া ভীড় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নতুন নতুন রাইডস দিয়ে পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে।
তবে বৈরি আবহাওয়া ও বন্যার কারণে সিলেটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল অনেকটাই ফাঁকা। তবে শহরের শিশুপার্কগুলোতে নেমেছে মানুষের ঢল।
ঈদের ছুটিতে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক আ¤্রকাননে।
টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ডিসি লেক ও শিশুপার্কেও বসেছে তারুণ্যের মেলা।