২০২১ সালকে বিদায় জানিয়ে শ্রীলেখার হাসি-কান্নাময় চিঠি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
দিন যেন বয়ে যায় গতিময় ধারাতে। ঠিক তার নিজ ভঙ্গিতে। আজ যেনো আগামী হয় চোখের পলকে। অতীতের ন্যায় ঠিক তেমনই হতে চলেছে ২০২১ সালের ক্ষেত্রে। আর সেই বছরের শেষ মুহূর্তে এসে হাসি-কান্না মেশানো অনুভূতি দিয়ে বছর বিদায়ী চিঠি লিখলেন শ্রীলেখা মিত্র। আর তা বছরের শেষ দিনের আগেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
তিনি লিখলেন, প্রিয় ২০২১, শেষ হওয়ার একদিন আগেই তোমায় চিঠি লিখছি। কারণ, কাল কিসনে দেখা… তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে অনাথ করে দিয়েছো। তাই তোমাকে ভুলব তো নাই, ক্ষমাও করব না। আবার তুমিই আমাকে শিল্পী হিসেবে এমন ধাপে নিয়ে গিয়েছো, যেখানে যাওয়ার কথা আমিও কখনও ভাবিনি। আন্তর্জাতিক স্তরে তুমি আমাকে খ্যাতি এনে দিয়েছো।
অবশ্যই ভেনিস চলচ্চিত্র উৎসবের কথা বলছি। অবশ্য এখানকার মানুষজন আমার ‘খামতি’ খুঁজতে ব্যস্ত থেকেছে (দেখো আমি কিন্তু কিচ্ছু ভুলি না)।
তাই আমার চোখে পানি আর মুখে দুঃখের ভাজ (কেউ কেউ বলেন এটাই নাকি সেরা অভব্যক্তি)। আমি বলি ‘কে সেরা সেরা… জো ভি হো সো হো’ ততক্ষণ পর্যন্ত।
চিঠি টা যেনো শেষ করেও শেষ করলেন না তিনি। রেখে দিলেন অসমাপ্তই।
তবে মনে হয়েছে যেনো কাহিনি এখনও শেষ হয়নি, তারই যেন ইঙ্গিত দিলেন অভিনেত্রী। শনিবার নতুন বছরে নতুন করে জীবন শুরু হবে। ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু জীবন তো থেমে থাকবে না। তা সময়েই মতোই চলমান। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝেই পরিবর্তনকে আপন করে নেবে। যেমন প্রতিপদে করেছেন শ্রীলেখা। সেই আপডেট তিনি অনবরত সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন।
অভিনেত্রীর এই পোস্টের প্রতিক্রিয়া দিতে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, “দেখা হবে নতুন ভোরে।” এত সুন্দরভাবে পুরনো বছরের ভাল-মন্দের ব্যাখ্যা করেছেন অভিনেত্রী তাতে অনেকেই মুগ্ধ হয়েছে।
এমনই অনেক অভিব্যক্তি জানিয়ে কমেন্ট করেছে কমেন্ট বক্সে।
সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ