ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

শপথ নিলেন চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নবনির্বাচিত সদস্যরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার

শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২২-২০২৩ মেয়াদের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার, তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সমিতির সহ-সভাপতি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম সমিতি-ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আনসারুল করিম।

সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, হাসপাতাল কমিটির চেয়ারম্যান আবু আলম চৌধুরী, সাবেক সচিব ও হাসপাতাল কমিটির সদস্য মো. দিদারুল আনোয়ার। এছাড়াও সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির অনেক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে নির্বাহী পরিষদের নবনির্বাচিত ২৬ জন সদস্য শপথ নেন। তাঁরা হলেন-সভাপতি জয়নুল আবেদিন জামাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মো. মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন (হিরো), অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক আজম উদ্দীন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আলম ইশরাক চৌধুরী, নির্বাহী সদস্য- মো. গিয়াস উদ্দীন খান, শফিকুর রহমান শফিক, আবরাজ নুরুল আলম, মো. মামুনুর রশীদ রাসেল, মুহাম্মদ পিয়ারু, মো.
গিয়াস উদ্দীন, পারভেজ মো. চৌধুরী, মোহাং বদিউল আলম, মোকছেদ আলম মনজু, মোহাম্মদ লোকমান ফারুকী প্রমুখ।  

উল্লেখ্য, বিগত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি-ঢাকা’র দ্বি-বার্ষিক (২০২২-২০২৩ মেয়াদের) নির্বাচনে জয়নুল আবেদীন জামাল সভাপতি এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (হিরো) সাধারণ সম্পাদকসহ তাঁদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। 
কেআই//