ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

নোয়াখালীতে করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার

করোনার সংক্রমণ রোধে নোয়াখালীতে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মেসেজ পাওয়ার ভিত্তিতে ৬০ বছর ঊর্ধ্ব ব্যক্তিদের এ টিকা প্রদান করা হচ্ছে।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, করোনার টিকার প্রথম ডোজ ও পরবর্তীতে দ্বিতীয় ডোজ নেয়ার পর যাদের ৬ মাস পার হয়েছে এমন ব্যক্তিকে ফাইজারের বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬০ বছরের উপরের বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। 

প্রথম দিনে ১০০ থেকে ১৫০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যে সকাল ৯টায় টিকার কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল ব্যক্তিকে বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

এএইচ/