ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মিরসরাই সীমান্তে কোটি টাকার শক্তিবর্ধক ওষুধ জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার

মিরসরাই সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকার যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। 

শনিবার (০১ জানুয়ারি) ভোরে সীমান্ত পিলার-২২০৩’র ২/আর.বি ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থান থেকে এসব ওষধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে যৌন উত্তেজক ট্যাবলেট (Sanagra-100 mg) ১৭ হাজার ২৪০ পিস এবং শক্তিবর্ধক ট্যাবলেট (Cyproheptadine IP 4mg) ১৩ লাখ ৫০ হাজার পিস। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলিনগর ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আসামিরা আমাদের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। 

আটককৃত মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ/