মৌলভীবাজারে ৭দিনের নাট্যউৎসবের উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
বাংলাদেশের সুবরর্ণজয়ন্তী ও বিজয় উৎসব উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে ৭দিন ব্যাপী নাট্যউৎসব।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে এ উৎসব উদ্বোধন করেন উদে¦াধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেটের ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনের প্রথম দিনে ঢাকা মহাকাল নাট্য গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে হত্যা ট্র্যাজেডি নিয়ে বিশেষ মঞ্চ নাটক “শ্রাবণ ট্র্যাজেডি”। আজ ঢাকা লোক নাট্য দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক কুঞ্জুস।
উদ্বোধনী দিনে নাটক শুরু হওয়ার পূর্বেই পরিপূর্ণ হয়ে পড়ে হল রোম। স্থান সংকুলাণের অভাবে অনেক দর্শনার্থীকে ফিরে যেতে দেখা যায়।
আরকে//