ভারতে একদিনে করোনা শনাক্ত সাড়ে ২২ হাজার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ভারতে কোভিড সংক্রমণ বাড়ছেই, সেই সঙ্গে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এরইমধ্যে দেশটিতে ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগের দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৭৬৪ জন রোগী। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ।
দেশটির ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, এসব নগরীর মধ্যে রাজধানী নয়া দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আরেক জনবহুল শহর কলকাতা উল্লেখযোগ্য।
পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে নতুন ৩৪৫০ জন রোগী, এদের মধ্যে অন্তত ১৯৫০ জনকে পাওয়া গেছে রাজ্যের রাজধানী কলকাতায়। রাজ্যটিতে এ পর্যন্ত ১৬ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে।
৫ জনেরও বেশি বাসিন্দার মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে, এমন ১৭টি আবাসিক এলাকাকে ‘মাইক্রো কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে কলকাতা সিটি কর্পোরেশন। রোগের বিস্তার রোধে এসব এলাকার বাসিন্দাদের ওপর নিজ নিজ এলাকা ছেড়ে বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাজ্যটির স্বাস্থ্য বিভাগের পরিচালক অজয় চক্রবর্তী জানিয়েছেন, বাড়তে থাকা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করার জন্য তাদের সঙ্গে বৈঠক করছেন তারা।
গত বছর ভারত কোভিড-১৯ এর ভয়াবহ ঢেউয়ের কবলে পড়েছিল। সংক্রমণের সর্বোচ্চ সময় দৈনিক প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছিল।
কিন্তু এখন ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারীর তৃতীয় আরেকটি ঢেউয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ১৪৩১ জনে দাঁড়িয়েছে।
এসবি/