ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৪৮ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ১০:৫৭ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পঞ্চগড় ও মৌলভীবাজার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বাড়তে পারে।

এক থেকে দুই দিন পর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও আভাস রয়েছে। যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। 

এসবি/