ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভিকটিমকে পুলিশী হেফাজতে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

অভিযুক্ত রশিদ সদর উপজেলার চর মনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী। সে ৪ সন্তানের জনক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর মনসা গ্রামের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার উপর প্রতিবেশী ৪ সন্তানের জনক আব্দুর রশিদের কু-নজর পড়ে। ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে কালু নামের ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। 

সম্প্রতি কিশোরীর পিরিয়ড বন্ধ হয়ে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ/