দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৬ এএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে ব্যবসায়ী আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে কার্পাদডাঙ্গা নতুনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি দামুড়হুদা ধন্যঘারা গ্রামের দক্ষিণপাড়ার মৃত নেছার উদ্দিনের ছেলে ও রড-সিমেন্ট ব্যবসায়ী কামাল উদ্দিন (৫১) এবং আহত ব্যক্তি আরামডাঙ্গা গ্রামের মালিথাপাড়ার ওমর ফারুক মালিথার ছেলে সাকিল (২২)।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে কামাল উদ্দিন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এ সময় দামুড়হুদার কার্পাদডাঙ্গা নতুনপাড়ায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সাকিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/