ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইজিপি ড. বেনজির আহমেদ। সোমবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন তিনি। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। 

মুক্তিযুদ্ধ চলাকালে আরও ছয়জনসহ ২৩ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইনসের ভেতরে গণকবরে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি সংরক্ষণ এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ।

জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধনের পর আইজিপি আরএমপির নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও রেশন স্টোর ভবন উদ্বোধন করেন। পরে আইজিপি পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি পত্নী জীশান মির্জা।
কেআই//