ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

নওগাঁয় ৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপী  বিসিক উদ্যোক্তা মেলা। 

নওগাঁ বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকেলে এই মেলার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক এবিএম আনিসুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা ওয়ায়েস কুরুনী, শিল্প নগরী কর্মকর্তা ওয়াসিম সরকার এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আতাউর রহমান। 

বিসিকের উপ-ব্যবস্থাপক এবিএম আনিসুজ্জামান জানান, মেলায় ৩২টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য বিক্রির জন্য স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে। স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হবে।
কেআই//