ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বিশ্বকাপ ব্যর্থতার উদ্বেগজনক কারণ খুঁজে পেল তদন্ত কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পিছনে উদ্বেগজনক কিছু কারণ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করে সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটির সদস্য ও ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ব্যর্থতার পেছনে রয়েছে কিছু ‘এলার্মিং’ কারণ।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিশ্বকাপে গিয়ে শোচনীয়ভাবে ভরাডুবির শিকার হন টাইগাররা। যার নেপথ্য কারণ খুঁজে বের করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যে কমিটিতে ছিলেন বোর্ডের দুই শীর্ষস্থানীয় পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। জালাল সম্প্রতি পেয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব। 

নতুন ভূমিকায় গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘শুধু আমি তদারকি করিনি, আমার সাথে আরও একজন টিম মেম্বার আছেন। তবে ওটা সম্পন্ন হয়েছে। রিপোর্ট বানানো শেষ। পরের বোর্ড মিটিংয়ে বিষয়টি তোলা হবে। বোর্ড অনুমোদন দিলে তবেই সব জানাব।’

তদন্ত কমিটি কোনও কারণ খুঁজে পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘কিছু তো খুঁজে পাওয়া গেছে। বোর্ড থেকে অনুমোদন পেলে আপনারা জানবেন। কিছু কিছু জিনিস আছে। খুব কঠিন, এলার্মিং ২-১টা জিনিস আছে। সেগুলো ঠিক করতে হবে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। এমন নয় যে, সমাধান করা যাবে না। সহজেই সমাধান করা যাবে। সেগুলো করলে দেশের ক্রিকেটেরই মঙ্গল হবে।’

সেসব সমস্যা কোচিং প্যানেল নিয়ে কি না- এমন প্রশ্নের জবাবে জালাল আরও বলেন, ‘কোচ না শুধু, পুরো দল নিয়েই সমস্যা আছে। আমি নির্দিষ্ট করে বলব না। কোচরাও স্টেকহোল্ডার, খেলোয়াড়রাও স্টেকহোল্ডার। সব মিলিয়েই রিপোর্ট দিয়েছি।’

উল্লেখ্য, বাছাই পর্ব নামক বিশ্বকাপের প্রাথমিক পর্বে শুরুতেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ দল। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে মূল পর্বে জায়গা করে নিলেও, সেখানে রিয়াদ বাহিনী হেরে যায় সবকটি ম্যাচেই। পরে দেশের মাটিতে পাকিস্তানের কাছেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

এনএস//