ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধের অঙ্গীকার ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:৪১ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের কমান্ডার কাসেম সোলাইমানির হত্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

তেহরানে এই কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপি’র।

ইরানের প্রেমিডেন্ট বলেন, ‘আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাপ্য শাস্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘মি. ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে। অন্যথায় সকল মার্কিন নেতাকে বলবো যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।’

সপ্তাহব্যাপী সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তেহরানের প্রার্থনা হলে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়ার সময় প্রতিশোধ গ্রহণের কথা বলেন প্রেসিডেন্ট রাইসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এ স্মরণসভায় অংশ নেয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।

এএইচ/