ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে কুড়িগ্রামের জনপদ। দুপুরে কিছু সময়ের জন্য সুর্যে্যর দেখা মিললেও বিকেল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যায়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রাত ও দিনের তাপমাত্রার তফাৎ আরও কমতে পারে। যা মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। 

উত্তরীয় হিমেল হাওয়ায় কনকনে ঠাণ্ডা জনজীবনে প্রভাব ফেলেছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কাজে বের হতে না পেরে চরম কষ্টে দিন কাটছে জেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন।

বিশেষ করে নদ-নদী তীরবর্তী, চর ও দ্বীপচর এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। 

এখন পর্যন্ত সরকারিভাবে জেলার ৯ উপজেলায় ৩৫ হাজার ৫শ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে। 

এএইচ/