ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

ঘন কুয়াশা উপেক্ষা করে ভোলায় চলছে ভোটগ্রহণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ১০:২৭ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২ ইউপিতে মধ্যে আলীনগর, শিবপুর ও ভেদুরিয়ারে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 

বুধবার সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  

এই নির্বাচনে সদর উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য ৫শ’ ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১শ’ ৫৭ জন প্রার্থী রয়েছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২ ইউনিয়নে ১৩৯টি কেন্দ্রে ও ১টি অস্থায়ী কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৭ জন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ১৩৯ ও পোলিং অফিসার ৮২১ জন।  

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০, কোস্ট গার্ড ৮০, র‌্যাবের ৬০, পুলিশ ১২শ’ ও আনসার ভিডিপির ২ হাজার ৩৬৩ জন সদস্যের পাশাপাশি ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম।।  

উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ১১৬ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৭০ জন। রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া ও ভেলুমিয়ার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এএইচ/