ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ওমিক্রন আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা (ভিডিও)

স্মৃতি মণ্ডল

প্রকাশিত : ১১:৩২ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ওমিক্রন ভ্যারিয়েন্টকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মৃদু উপসর্গের মিউটেড এই ভাইরাস যেকোন সময় জটিল হয়ে উঠার আশঙ্কা তাদের। সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারা বলছেন, আগামী মার্চ নাগাদ দেশে সংক্রমণের হার পাঁচ শতাংশ ছাড়াতে পারে।

ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতায় নাজেহাল পুরো বিশ্ব যখন অনেকটাই সামলে উঠেছে, ঠিক তখনই আতঙ্কের আরেক নাম ওমিক্রন ভ্যারিয়েন্টের আর্বিভাব। আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে বিভিন্ন দেশে। 

ডেল্টার পাশাপাশি দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দেশেও বাড়তে শুরু করেছে শনাক্তের হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতে যেকোন ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ওমিক্রনের কারণে মার্চ মাস নাগাদ করোনা পরিস্থিতির অবনতি হতে পারে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘আগামী দিনে বোধহয় আরেকটা চ্যালেঞ্জের সম্মুখিন হতে যাচ্ছি আমরা। বিশেষ করে ওমিক্রনের জন্য। স্কুল-কলেজ, অফিস-আদালত, হাটবাজার, দোকানঘাট, পর্যটন-বিনোদন কেন্দ্রে যে হারে মানুষ যাচ্ছে, বিয়েশাদিতে ধুম পড়ে গেছে। শুধু তাই নয়, রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল-মিটিং তো হচ্ছে। এগুলো কিন্তু আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলতেও পারে।’

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘মার্চ মাসের মাঝামাঝি এটা পাঁচ শতাংশ ছাড়াতে পারে। হাসপাতালে যদি যথেষ্ট অক্সিজেন থাকে তাহলে আমাদের প্রিপারেশন ভালো হবে। কিছু কিছু আইসিইউ’র ব্যবস্থা রাখতে হবে, আর ভ্যাকসিনেশনটা চালিয়ে যেতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরেও ওমিক্রন ইনফেকশন হয়েছে, একথা ঠিকই। কিন্তু ইনফেকশন হলেও সে ইনফেকশনের ভয়াবহতা কম হবে।’

ওমিক্রন মিউটেন ভাইরাস; রূপ বদলে যেকোন সময় এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে জনস্বাস্থ্যকে। এ মুহূর্তে স্বাস্থ্যবিধি মানা এবং টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, এই ভাইরাস ইউটেন্ড ভাইরাস, এটার চরিত্র বদলায়। এখন যেমন সিরিয়াস না, সিরিয়াস তো হতেও পারে। এর সচেতনতার বিকল্প কিছু নেই, অন্তত যেন মাস্কটা পরেন। এই মাস্কটা অনেক প্রটেকশন দিবে এবং যারা টিকা নেননি বা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে অবশ্য অবশ্যই টিকা নিতে হবে।’

গণপরিবহন, হাটবাজার, দোকানপাট, অফিস-আদালত থেকে শুরু সব জায়গায় স্বাস্থ্যবিধি মানায় অনেকেই উদাসীন। ধারাবাহিকভাবে সংক্রমণ বাড়তে থাকায় এরইমধ্যে বেশকিছু বিধিনিষেধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এক চ্যালেঞ্জের নাম। ওমিক্রন ভ্যারিয়েন্ট বাড়িয়ে চলেছে উদ্বেগ কিন্তু সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলায় সাধারণ মানুষের সচেতনতা প্রশ্নবিদ্ধ।

এএইচ/