ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঐতিহাসিক জয়ের পর যে গানে মাতলেন টাইগাররা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০২:৩৬ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ঐতিহাসিক জয়ের পর অভিনব সেলিব্রেশনে মাতলেন টাইগাররা

ঐতিহাসিক জয়ের পর অভিনব সেলিব্রেশনে মাতলেন টাইগাররা

নতুন বছরের শুরুটা দারুণ করল টিম বাংলাদেশ। ২০২২ সালের ৫ জানুয়ারি, দিনটা বুধবার, তারিখটা আজীবন মনে রাখবেন বাংলাদেশ তাবৎ ক্রিকেট ভক্ত। বাংলাদেশের মানুষের জন্য অসম্ভব সুন্দর একটা সকাল। এ দিনেই যে ইতিহাস গড়েছে টাইগাররা। নিউজিল্যান্ডকে তাঁদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে যা অন্যসব ম্যাচের তুলনায় অনেক বেশি আনন্দের।

নিউজিল্যান্ডের মাটিতে গত ১১ বছরে জয় পায়নি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা. এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও হেরে এসেছে। সেই দেশটির মাটিতেই বাজিমাৎ করে দেখাল মোমিনুল-এবাদতরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে তাঁদেরকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করল টাইগাররা। 

আর এরপরই মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে ভেসে উঠল বিখ্যাত সেই গান। ঐতিহাসিক জয়ের পরে অভিনব সেলিব্রেশনে মাতলেন টাইগাররা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সবাই গাইলেন সেই বিখ্যাত গান ‘আমরা করব জয়...’।

তার আগে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে সেই ভিডিও আপলোড করা হয়েছে। টাইগারদের জয় উদযাপনের সেই ভিডিও আপামোর বাংলাদেশ সমর্থককে গর্বিত করবে নিঃসন্দেহে। নতুন বছরের শুরুতেই কিউইদের বিপক্ষে এমন জয় গোটা বছরের প্রেরণা হয়ে থাকবে টাইগার ক্রিকেটের জন্য। 

উল্লেখ্য, সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে। যেখানে বছর কয়েক আগের এক সফরে হামলার শিকার হয়েছিলেন তামিম-মুশফিকরা।

এনএস//