উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০১:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
উত্তর কোরিয়া সাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। একে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
বুধবার দক্ষিণ কোরিয়া ও জাপান এ কথা জানায়।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক অবরোধ সত্ত্বেও কিম জং উনের ক্ষমতা গ্রহণের পর গত এক দশকে সামরিক প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, মঙ্গলবার ২৩১০ জিমএটিতে উত্তর কোরিয়া সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি সম্ভবত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও একে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন।
সাংবাদিকদের তিনি বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এটি সত্যিই দু:খজনক।
এদিকে উৎক্ষেপণের আগে গত সপ্তাহে কিম বলেছেন, উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রাখবে।
এসএ/