ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

মন্ত্রিসভায় উঠছে পিপিপি আইনের সংশোধনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন (পিপিপি) ২০১৫ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। 

সংশোধিত আইনের খসড়া অনুমোদনের জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে। 

সংশোধনী আইন বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন ২০২২ নামে অভিহিত হবে। এতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। 

পিপিপির বোর্ড অব গভর্নরসের সভা চেয়ারপারসন বা চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভাইস চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বর্তমান আইনে বছরে কমপক্ষে ছয়টি সভা করার কথা বলা হলেও সংশোধনী আইনে কমপক্ষে দুটি সভা করার প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নথিতে অনুমোদন সাপেক্ষে পিপিপি সংশ্নিষ্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে।
এসএ/