লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
লেবাননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এর কঠোর নিন্দা জানিয়েছে।
বুধবার সংস্থাটির মুখপাত্র স্টিফান ডুজারিক একথা জানান। খবর এএফপি’র।
তিনি বলেন, “শান্তিরক্ষীরা মঙ্গলবার রাতে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের’ হামলার শিকার হন।”
ডুজারিক বলেন, “হামলাকারীরা ‘শান্তিরক্ষীদেরকে দেয়া জাতিসংঘের গাড়ি ভাংচুর করে এবং সরকারি বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।’ তবে তিনি ক্ষতির ধরণ বা হামলার শিকার শান্তিরক্ষীদের অবস্থার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
তিনি আরো বলেন, “তারা নিয়মিত টহলের অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে একত্রিত হতে যাচ্ছিল।”
এসএ/