ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

হাতিতে চরে নবনির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের তাড়াশে নবনির্বাচিত এক ইউপি সদস্য (মেম্বার) ব্যতিক্রমভাবে বিজয় উদযাপন করেছেন। তিনি হাতির পিঠে চরে বিজয় মিছিল বের করেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীকে নিয়ে ২টি হাতি ও একটি ঘোড়ার গাড়ীতে চরে আনন্দ মিছিল বের করেন ওই সদস্য। ব্যতিক্রমী এ আয়োজনে মেতে উঠেন নারী-পুরুষ সবাই।

পঞ্চম ধাপের নির্বাচনে বুধবার উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের ৬নং হামকুরিয়া ওয়ার্ডের মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হন ইব্রাহীম হোসেন মৃধা।

বিজয়ের পর তার এই ব্যতিক্রম আনন্দ মিছিলটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যা এক নজরে দেখতে ভীড় করেন উচ্ছুক জনতা।

বিজয়ী ইউপি সদস্য ইব্রাহীম মৃধা জানিয়েছেন, ‘আগে থেকেই প্রতিশ্রুতি ছিল নির্বাচনে জিতলে তিনি হাতি-ঘোড়ায় চরে আনন্দ মিছিল করবেন। প্রতিশ্রুতি রক্ষায় এই আয়োজন।’

এএইচ/