ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

উপকার পেয়েছেন তাই ১১ বার ভ্যাকসিন নিয়েছেন বৃদ্ধ!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ভারতের বিহারের বাসিন্দা ৮৪ বছরের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি গত একবছরে মোট ১১ বার ভ্যাকসিন নিয়েছেন। তবে দ্বাদশবার ভ্যাকসিন নিতে গিয়েই ধরা পড়েছেন। 

ব্রহ্মদেব মন্ডল নামের ওই বৃদ্ধর বাড়ি বিহারের ওরাই জেলার পুরাইনি এলাকায়। জানা গেছে, ব্রহ্মদেব মাধেপুরা জেলার একটি ভ্যাকসিনেশন সেন্টারে দ্বাদশ টিকাটি নিতে যান। কিন্তু ধরা পড়ে যান! ওই ভ্যকিসিনেশন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কীভাবে অভিযুক্তের পক্ষে একবছরে এতগুলি ডোজ নেওয়া সম্ভব হল তা খুবই রহস্যময় বিষয়।

এদিকে ব্রহ্মদেব দাবি করেছেন, ১১ বার ভ্যাকসিন নিয়ে তিনি খুবই উপকার পেয়েছেন। আজব কাণ্ডে খবরে আসা প্রবীণের বক্তব্য, “আমার প্রচুর উপকার হয়েছে ভ্যাকসিন নিয়ে। সেই কারণেই আমি বারবার ভ্যাকসিন নিয়েছি।”

ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ব্রহ্মদেব মন্ডল এও জানিয়েছেন যে তিনি প্রথমবার ভ্যাকসিন নেন গত বছরের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে। আর গত ৩০ ডিসেম্বরে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে নেন টিকার ১১তম ডোজ। কবে কোথায় কখন ভ্যাকসিন নিয়েছেন সবটাই ডায়েরিতে লিখে রেখেছেন তিনি। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/