ভারতে একদিনে ৪৯৫ জন ওমিক্রনে আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩০ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার করোনার ভ্যারিয়েন্ট এই ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছে ৪৯৫ জন। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। করোনার নতুন এ ধরনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৩০ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতে নতুন করে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯২৮ জনে, যা গত ২শ’ দিনের মধ্যে সর্বোচ্চ। গত বছর ১০ জুন নতুন সংক্রমণের মোট সংখ্যা ছিল ৯১ হাজার ৭০২ জন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, নতুন করে ৩২৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮২ হাজার ৮৭৬ এ।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে দুই লাখ ৮৫ হাজার ৪০১ জন। এটি মোট সংক্রমণের ০.৮১ শতাংশ। এছাড়া সুস্থতার হার কমে হয়েছে ৯৭. ৮১ শতাংশ।
এসি