ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৪ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবির (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে চরহাজারী ৪ নং ওয়ার্ডের ছিলার গো বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আবির একই বাড়ীর জিকন মজুমদারের প্রথম পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে বাড়ীর শিশুদের সাথে খেলছিল আবির। কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পুকুরের মধ্যে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। সর্বশেষ আজ বুধবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে তাকে উদ্ধার করে। 

এ বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জামিন মিয়া জানান, খবর পেয়ে আমাদের টিম শিশুটিকে উদ্ধার করে।

এসি